ঢাকাTuesday , 30 September 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে দাড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
September 30, 2025 6:33 pm
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কোরানীয়া ইউনিটের সৈয়দ বাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর এ বৈঠক হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হাটহাজারী উত্তর অঞ্চলের পরিচালক মো. আবদুল আজিজ খান। তিনি বলেন, “দাড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায়বিচার ও সুশাসনের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রম করতে হবে।

সভাপতিত্ব করেন ফরহাদাবাদ ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান । তিনি বলেন, “জনগণের ভোটের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

সঞ্চালনা করেন ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. মনির উদ্দীন। তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, দাড়িপাল্লা প্রতীক মানে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের আস্থার প্রতীক। ইসলামপন্থি রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, কৃষক ও তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।