ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ খবর

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে হাটহাজারীতে জরিমানা

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙলমোড়া ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মো. রেজাউল করিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটিভর্তি একটি ট্রাক ও ২টি ব্যাটারি জব্দ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ইউএনও এবিএম মশিউজ্জামান নাঙলমোড়া ইউনিয়নের একটি কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার খবর পেয়ে রাত সাড়ে বারটার দিকে হাটহাজারী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানে মাটিভর্তি একটি ট্রাক আটক করা হয় এবং সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. রেজাউল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি জমি রক্ষায় অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।