চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে আয়োজিত এই সভায় প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন এবং বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ফাহমিদা সুলতানা তানজী। এসময় সঞ্চালনা করেন শিক্ষক ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আরাফাতুল আলম। এতে বিভাগের শিক্ষক, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. নাজমুল হুদা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধ তৈরি এবং একটি সম্মিলিত পরিবার গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ড. কুন্তল বড়ুয়া। তিনি বলেন, “এ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু সেতুবন্ধ হিসেবেই কাজ করবে না, বরং নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদানেও ভূমিকা রাখবে।”
অন্যদিকে, সিনিয়র শিক্ষক অসীম দাশ বলেন, “যে বিভাগের এ্যালামনাই যত মজবুত, সেই বিভাগ তত বেশি সমৃদ্ধ। আমরা চাই, প্রাক্তন শিক্ষার্থীরা বিভাগের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করুক।”
সম্মেলনে শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন ও বর্তমানদের মাঝে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।