চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে দৈনিক নয়া দিগন্তের বৃহত্তম চট্টগ্রাম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান নূরুল মোস্তাফা কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। আরও উপস্থিত ছিলেন মফস্বল ডেস্ক ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মাল্টিমিডিয়া ইনচার্জ যুবরাজ ফয়সাল, জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, ডিজিএম একাউন্টস অ্যান্ড ফিন্যান্স রফিকুল আলম, সার্কুলেশন ম্যানেজার মেজবাউদ্দিন হেলাল এবং ফটো ইনচার্জ নাসিম সিকদার।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা পত্রিকার বিভিন্ন কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, স্থানীয় সংবাদ পরিবেশনের মান উন্নয়নে পরামর্শ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।