আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিলনমেলায় পার্টির নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্নেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবসরপ্রাপ্ত)। তিনি বলেন, “আমার বাংলাদেশ পার্টি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায়ের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী এবং ইঞ্জিনিয়ার নুরুল্লাহ সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দ—মোঃ রিদওয়ান, মোঃ ফারুক, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোঃ আব্দুল কাদের, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফাহিম, মোঃ রানা ও মোঃ কামাল প্রমুখ।
আলোচনা সভায় ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক সচেতনতা, সংগঠনকে সুসংগঠিত করা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।