ঢাকাTuesday , 5 August 2025
আজকের সর্বশেষ খবর

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে জামায়াতের গণসমাবেশ ও গনমিছিল

Link Copied!

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে জামায়াতে গণসমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়। ৫আগষ্ট বিকাল তিনটায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।

উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় গনসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মোঃ মিজানুর রহমান,হাটহাজারী পৌরসভা আমির মাহমুদুল করিম উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস এম রাশেদ মো: ইসহাক ও আব্দুল আজিজ খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ফরহাদাবাদ আমির অধ্যাপক খোরশেদুল আলম এনাম, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হোসাইন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি মো এনায়েত উল্লাহ চৌধুরী, গুমানমর্দন ইউনিয়ন সভাপতি আবু তৈয়ব, ছিপাতলী ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন, চিকনদন্ডী ইউনিয়ন সভাপতি এডভোকেট বরকত উল্লাহ কাওছার, মেখল ইউনিয়ন সভাপতি মো জাফর ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ।

গনসমাবেশের পর গনমিছিলটি জনস্রোতে পরিনত হয়। মিছিলটি হাটহাজারী মাদরাসা হয়ে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে বাসষ্ট্যান্ড হয়ে রাঙ্গামাটি সড়ক দিয়ে কাছারী সড়কে এসে ডাকবাংলোতে মিছিলের সভাপতি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।