ঢাকাMonday , 11 August 2025
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে হাটহাজারীতে প্রতিবাদ সভা

Link Copied!

হাটহাজারী প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে হাটহাজারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

১১ আগস্ট সোমবার বিকেলে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কেএম মনজুরুল হক জাহেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সম্পাদক মো. জাহেদুল আলম জাহিদ, দপ্তর সম্পাদক এইচ. এম. এরশাদ, প্রচার সম্পাদক এম. ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, সিনিয়র সদস্য মোহাম্মদ জামশেদ এবং সদস্য মো. মহিউদ্দিন ও মো. মুরসালিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। সাহসী সাংবাদিকদের ভয় দেখিয়ে কলমের গতি থামানোর চেষ্টা চলছে। গাজীপুরের তুহিন হত্যাকাণ্ড এর স্পষ্ট উদাহরণ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।