ঢাকাWednesday , 13 August 2025
আজকের সর্বশেষ খবর

সাতকানিয়ার কেরানিহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

Link Copied!

মুহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া থেকেঃ

সাতকানিয়ার কেরানিহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা ও বাসি খাবার সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে তিন রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর রান্নাঘর, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, মেহফিল রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং আল ঈশান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান চালিয়ে বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আজ দুপুরে কেরানীহাটে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে।

এসময় অস্বাস্থ্যকর রান্নাঘর, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি রেস্টুরেন্টকে অর্থ দণ্ড দেওয়া হয়।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।