ঢাকাSaturday , 23 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে এবি পার্টির নব নির্বাচিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম, পিএসসি (অব.) বলেছেন, এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের তিন মূলনীতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে। হাটহাজারীসহ সারাদেশে মানুষের আস্থা অর্জনই এবি পার্টির লক্ষ্য। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এবি পার্টির পক্ষে গনজোয়ার তৈরী হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই হাটহাজারীতে এবি পার্টির ঈগল মার্কার বিজয় সুনিশ্চিত।

হাটহাজারীতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নবগঠিত কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ২৩ আগস্ট শনিবার বিকালে হাটহাজারী এবি পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এবি পার্টি হাটহাজারী শাখার আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী, এবি পার্টির খাগড়াছড়ি জেলা সমন্বয়ক ফারজানা আক্তার এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফরিদ।

এবি পার্টি হাটহাজারী শাখার সদস্য সচিব মো. রিদুয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ জয়নুল আবেদীন, অধ্যাপক মো. আওয়াল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, হোসাইন আল মাহমুদ, সাইফুল ইসলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ শহিদুল্লাহ, এবি পার্টির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোলায়মান পাশা এবং হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম প্রমুখ।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।