ঢাকাSunday , 17 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে কাল থেকে যানজট নিরসনে ও মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স অভিযান

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবৈধ দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে আগামীকাল সোমবার থেকে বিশেষ অভিযান শুরু হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়কের উপর দীর্ঘদিন ধরে বাস, ট্রাক, সিএনজি-অটোরিকশা, ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ দখল জনদুর্ভোগ তৈরি করছে। যানজট নিরসন ও জনস্বার্থে এসব দখলদারিত্ব সরাতে বারবার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে পুলিশ ও সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের পরও মহাসড়ক ও সড়কের উপর গাড়ি পার্কিং বা ভাসমান দোকানপাট রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও স্থানীয়দের উদ্দেশে বলেন, “সবাই আইন মেনে চলুন, আইন অমান্যকারীদের থেকে সেবা গ্রহণ বন্ধ রাখুন এবং যানজট নিরসনে প্রশাসনকে সহযোগিতা করুন।”

এদিকে স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।