হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে যানজট নিরসন ও আঞ্চলিক মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল তিনটা থেকে হাটহাজারী বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, হাটহাজারী মডেল থানা পুলিশ, আনসার সদস্য ও হাটহাজারী পৌরসভার কর্মকর্তারা এবং পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। এ সময় মহাসড়কের ওপর থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সড়ক দখল করে রাখা ব্যবসায়ী ও যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
অভিযানের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করা হয়েছিল।
অভিযানে প্রায় এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার মধ্যে রয়েছেন—ইব্রাহিম খলিল ১০ হাজার টাকা, সগির আহমদ ৫ হাজার টাকা, মো. মুসা ১০ হাজার টাকা, মোহাম্মদ হারুন ৫ হাজার টাকা, সিফাতুল ইসলাম ৫ হাজার টাকা, আজাদ ৫ হাজার টাকা, কামাল উদ্দিন ২০ হাজার টাকা, নাসির উদ্দিন ২০ হাজার টাকা, সিজল বেকারি ৫ হাজার টাকা, খাজা বেকারি ২০ হাজার টাকা, জাফর আহম্মদ ২০ হাজার টাকা, সিএনজি চালকদের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা এবং জিপ চালকদের কাছ থেকে ২ হাজার টাকা।
ইউএনও আব্দুল্লাহ আল মুমিন বলেন, “জনস্বার্থে যানজট নিরসন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।”