ঢাকাMonday , 11 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

Link Copied!

মাধ্যমিকের পর দুই বছরের পড়া দিয়েই জীবন গঠনের বড় স্বপ্ন দেখতে হবে – ড. তানভীর হায়দার আরিফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার মোহাম্মদ আরিফ বলেছেন, “মাধ্যমিকের পরে দুই বছরের পড়া দিয়েই জীবন গঠনের বড় স্বপ্ন দেখতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। কোন দিকে যেতে হবে সেই পথ তোমাদের তৈরি করতে হবে, আর আমরা সেই পথে হাঁটব। আবরারের পথ না খুনিদের পথ—এটি বেছে নেওয়ার দায়িত্ব তোমাদের।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাটহাজারী উপজেলা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মো. আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন এজে কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম; ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মো. পারভেজ।

বিশ্ববিদ্যালয় দাওয়াহ সম্পাদক হাবিব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিবিরের অফিস সম্পাদক হাবিব উল্লাহ খালেদ।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “তোমাদের নৈতিক চরিত্র গঠনের কাজটি করে আসছে ইসলামী ছাত্রশিবির। তিনি আরো বলেন, বৈষম্যহীন, মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে তাকওয়াবান, সৎ ও দেশপ্রেমিক লোকদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।”

পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।