ঢাকাSaturday , 23 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে হালদা নদী থেকে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা

Link Copied!

মো. মহিউদ্দিন, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীর রামদাস হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। শনিবার (২৩ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অমান্য করায় মো. বাবলু (পিতা- আলমগীর মিস্ত্রি) নামে একজনকে ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযুক্ত ব্যক্তি হালদা নদীতে ইঞ্জিন চালিত বোট ও বালুর ডাম্পার চালিয়ে মা মাছের ক্ষতি সাধন এবং অনুমোদনহীনভাবে বালু পরিবহণের অপরাধে দোষী সাব্যস্ত হন।

অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী ও হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব সহযোগিতা করেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।