ঢাকাTuesday , 5 August 2025
আজকের সর্বশেষ খবর

হালদা নদী থেকে সাড়ে তের কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার, নদীর সুরক্ষায় দাবি জোরালো

Link Copied!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে সাড়ে তের কেজি ওজনের একটি মৃত মৃগেল মা-মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি সংলগ্ন এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী মাছটি উদ্ধার করেন। মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি।

উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে।

হালদা গবেষক ড. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে মোট ৬টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুনে ২টি কাতলা এবং আজকের মৃগেল মাছটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, “বর্তমানে হালদা নদী সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। অবৈধভাবে বালি উত্তোলন, জাল ও বড়শি দিয়ে মাছ ধরা, এমনকি শাখা খালগুলোতে বিষ প্রয়োগের ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ডে মৎস্য সম্পদের চরম ক্ষতি হচ্ছে।”

ড. শফিকুল ইসলাম আরও বলেন, “হালদা নদীকে সুরক্ষা দিতে হলে নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয়তা বাড়ালে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব।”

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।