পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর ছাত্ররা সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সমবেত হয়ে ‘ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করে। এই আন্দোলনে বিএনপি সমর্থিত আইনজীবীরাও তাদের সমর্থন জানাতে পৃথকভাবে উপস্থিত হন।
সকাল সাড়ে ১১টার দিকে হাইকোর্টের মাজার গেট দিয়ে একটি মিছিল স্লোগান দিতে দিতে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করে। এই কর্মসূচি কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল, তবে শিক্ষার্থীরা সেই বাধা অতিক্রম করে ভেতরে চলে আসেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেইজে এই কর্মসূচি ঘোষণা করেন, যেখানে তিনি লিখেছেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।”
গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ফলস্বরূপ প্রধান বিচারপতি পদত্যাগ করেছিলেন।