অন্তর্বর্তী সরকারের প্রথম পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই পর্বের মূল দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচন আয়োজনে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচার কার্যক্রমও চলমান থাকবে।”
প্রেস সচিব আরও জানান, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো।”
বৈঠকে প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন, “দ্বিতীয় পর্বের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটি ভালো নির্বাচন আয়োজন করা।” পাশাপাশি চলমান সংস্কার ও বিচারের কাজগুলোও যথাযথ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।