ঢাকাSaturday , 26 July 2025
আজকের সর্বশেষ খবর

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ

Link Copied!

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং সরকার তাদের ত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রেখে প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। ‍

শনিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ আয়োজিত জুলাই বর্ষপূর্তি উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা একটি অধিদপ্তর গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এই অধিদপ্তরের কার্যক্রম চলছে এবং একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ২০ জন কর্মকর্তার সমন্বয়ে এটি পরিচালিত হচ্ছে।

উপদেষ্টা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা মাসে ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। সেই অনুযায়ী তাদের সনদ ও পরিচয়পত্র প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন এবং সরকারিভাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন শহীদ ইসমামের ভাই মো. মুহিব এবং আহত জুলাই যোদ্ধা ও সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।