হাটহাজারীতে চায়না -বাংলাদেশ ফ্রেন্ডশিপ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা বিল এবং ১ নম্বর ওয়ার্ডের দেওয়াননগর ও মিঠাছড়া এলাকার সরকারি জমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, মডেল থানার ওসি আবু কাওছার মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, ফটিকা কড়িয়ার দিঘীর পাড় এলাকায় হাসপাতাল নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার প্রায় ২৪/২৫টি উপজেলার জনগণ ছাড়াও হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দারাও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি এই অঞ্চলের উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা বিবেচনায় রেখে বিশিষ্ট মহল মনে করছেন, হাসপাতালটি চট্টগ্রামের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।