ঢাকাTuesday , 12 August 2025
আজকের সর্বশেষ খবর

আবুধাবি দূতাবাসের আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

Link Copied!

জাসেদুল ইসলাম, আরব আমিরাতঃ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ শিরোনামে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজনে আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র ও জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনগণের প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তৌহিদ ইমাম। আলোচনায় অংশ নেন ইউএই জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমিরাতের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন এবং ইউএই বিএনপির সদস্য জাকির হোসেন খতিব।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী এক বলিষ্ঠ অবস্থান। আজকের প্রেক্ষাপটেও এই ঐক্যবদ্ধতার চেতনা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের জন্য অত্যন্ত জরুরি।আলোচনার আগে রাষ্ট্রদূতের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত বাংলাদেশি অধ্যাপক, সাংবাদিক, পেশাজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।