বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে দলের ভেতর থেকেই ষড়যন্ত্র চলছে। তিনি জানান, দলের নীতিনির্ধারকদের বিভ্রান্ত করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দলের ভেতর কিছু লোক পানি ঘোলা করার চেষ্টা করছে। আমি তাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে মনে করি। দলের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কিছু ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে, তবে এতে আমি বিচলিত নই। আমি মনে করি ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না।"তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি তার অবিচল আস্থা রয়েছে এবং তিনি দলের সাথে দীর্ঘদিন ধরে আছেন ও থাকবেন।
৭ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষরিত নোটিশের জবাব দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সময়ে আমি অনেক কিছু বিসর্জন দিয়েছি। বড় ভাইকে নির্মমভাবে হারিয়েছি, বারবার নির্যাতনের শিকার হয়েছি, সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। এই নির্যাতন থেকে মুক্তি পেতে আমি বিদেশে আশ্রয় নিয়েছি। তবে বর্তমানেও কিছু প্রেতাত্মা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি বিশ্বাস করি, দলের পক্ষ থেকে এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব আসবে।"
তিনি আরও জানান যে তিনি বর্তমানে চিকিৎসার জন্য আমিরাতে অবস্থান করছেন এবং অচিরেই দেশে ফিরে গণমাধ্যমের সামনে সব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদান করবেন।
www.ctgmirror.com is a popular Bengali news portal that focuses on delivering real-time updates across various sectors. Known for its fearless investigative journalism, it covers breaking news, entertainment, lifestyle, politics, economics, technology, health, and sports.
Copyright © 2025 CTG MIRROR. All rights reserved.