สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
আমার জুলাই ঘোষনাপত্রে যা লেখা থাকত: ব্যারিস্টার ফুয়াদ - CTG MIRROR
ঢাকাWednesday , 6 August 2025
আজকের সর্বশেষ খবর

আমার জুলাই ঘোষনাপত্রে যা লেখা থাকত: ব্যারিস্টার ফুয়াদ

Link Copied!

গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র-জনতার বহুল প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ আজ (মঙ্গলবার) পাঠ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র পাঠের পর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার জুলাই ঘোষনাপত্রে যা লেখা থাকত:

যেহেতু বঙ্গীয় জনপদে শত শত বছর ধরে চলা মুক্তির লড়াই এ এখানকার মানুষের রয়েছে অসাধারন ত্যাগ, তীতিক্ষা ও কোরবানীর গৌরবময় ইতিহাস;

যেহেতু ইলিয়াস শাহী বংশের শাসনামলে খন্ড খন্ড জনপদকে একত্রিত করে বাংলা সালতানাত করা হয় এবং বাঙলা ভাষাকে পৃষ্ঠপোষকতার মধ‍্য দিয়ে নতুন জাতি ও রাষ্ট্রস্বত্ত্বার বীজ বপন করে ঐতিহাসিক সোনার বাংলা গঠনের বীজ রোপন করা হয় যার মূলে ছিল সুশাসন, ইনসাফ, ধর্মীয় সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি;

যেহেতু পুরো মোঘল আমলে দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য অঞ্চলে পরিনত হয় ঐতিহাসিক বঙ্গীয় জনপদ, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো দেশী-বিদেশী শক্তির সহায়তায় বাংলা দখলের মধ্য দিয়ে এখানকার সম্পত্তি লুট, পাচার ও সমুদ্রপথ নিয়ন্ত্রনের নিমিত্তে এক ষরযন্ত্রের যুদ্ধে পরাজিত করে অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাবকে ১৭৫৭ সালে;

যেহেতু ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ‍্যমে পুরো দেশের জনগনকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করা হয়, জনগনের ঐক্যবদ্ধ লড়াই এবং সংগ্রামের মধ‍্য দিয়ে আজাদীর আন্দোলন বেগবান হতে থাকে যার ধারাবাহিকতায় ১৮৫৭ সালে সিপাহি জনতার সম্মিলিত আজাদীর আন্দোলন, ১৯০৫ এ বঙ্গভঙ্গ, ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা, ১৯৫০ সালে প্রজাস্বত্ত্ব আইনের মাধ‍্যমে জমিদারী প্রথার বিলোপ সাধনের মধ্য দিয়ে মজলুম প্রজাদের রাষ্ট্র গঠন ছিল নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনা;

যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদার খেলাফ করেছে, তাই এই জনপদের মজলুম মানুষদেরকে নতুন করে লড়াই করে ১৯৭১ সালে আবার একটি স্বাধীন ও সার্বভৌম জনতান্ত্রিক রাষ্ট্র, Free and Sovereign Republic, গঠন করতে হয়েছে যা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে পরিচালিত হবার কথা;

যেহেতু গত ৫৩ বছরের শাসকগোষ্ঠী বার বার জনগনের সাথে কৃত সামাজিক চুক্তি ভঙ্গ করেছে, জনগনের সম্মতিবিহীন সংবিধান ও শাসনতন্ত্র চাপিয়ে দিয়েছে, যার প্রতিবাদে জালেমের বিরুদ্ধে কোটি কোটি মজলুম বার বার রাস্তায় ফিরে এসে প্রতিবাদ করেছে, লড়াই-সংগ্রামে অংশ নিয়েছে, বিনা দ্বিধায় জান-জবান ও মাল-সম্পদকে কোরবানী করেছে;

যেহেতু বঙ্গীয় জনগনের শত শত বছরের লড়াই এর ইতিহাসে ২০২৪ এর জুলাই-আগষ্টে ঘটা গনঅভ‍্যুত্থানে হাজার হাজার নিরস্ত্র প্রতিবাদী ছাত্র-জনতা শহীদ এবং আহত হয়ে কিংবদন্তির মহাকাব‍্য রচনা করেছে; যেহেতু বিভিন্ন শ্রেণী, পেশা ও রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজ, প্রবাসী এবং দেশী-বিদেশী অংশীজনরা ১৬ বছরের আওয়ামী-জাতীয় পার্টি-১৪ দলীয় ফ‍্যাসিবাদী শাসন ব‍্যবস্থার পতন ঘটিয়েছে সফলভাবে –

সেহেতু, মজলুমের আকাঙ্ক্ষাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরীর মধ্য দিয়ে দ্বিতীয় জনতান্ত্রিক রাষ্ট্র গঠন এক অপরিহার্য বাস্তবতায় পরিনত হয়েছে। সেহেতু, আমাদের গৌরবময় অতীতকে ধারন করে জাতীয় ঐকমত্য তৈরীর মাধ‍্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কৌশলগত সাহায‍্য করবার পাশাপাশি দ্বিতীয় জনতান্ত্রিক রাষ্ট্রের, Second Republic, রুপরেখা, সংবিধান, শাসনকাঠামো জাতির সামনে প্রস্তাব করেছি সংস্কার কমিশনের মাধ‍্যমে ভবিষ‍্যত বাংলাদেশ বিনির্মানের নিমিত্তে।

সেহেতু ঐকমত্য কমিশনে দফায় দফায় আলোচনার ভিত্তিতে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে লিখিত ও সাক্ষরিত ওয়াদাকে আনুষ্ঠানিকভাবে জাতির সামনে ঘোষনা করে, Formal Proclamation, অবিলম্বে বাস্তবায়ন করা হবে যা হবে গনঅভ‍্যুত্থানের নতুন বাংলাদেশের পাটাতন।

নিচে বি.দ্র উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ লিখেন, গত বছরে লিখেছিলাম, প্রকাশ করিনি তবে অনেক গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে শেয়ার করেছি অনেকবার। আংশিক যোগ করলাম সম্প্রতি।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।