আওয়ামীলীগের নৃশংস লগি বৈঠা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকাল ৫টায় হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক এবং কাচারী সড়ক দিয়ে হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার। তিনি তাঁর বক্তব্যে সরকারের প্রতি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং ন্যায়বিচারের জন্য জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সাইফুদ্দীন চৌধুরী, হাটহাজারী পৌর আমীর মিজানুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মো. ইমরান হোসেন এবং সাবেক ছাত্রনেতা আসলাম মোরশেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন, হাসানুল করিম এনি, এস এম আলী আকবর, জিয়া হায়দার, মোঃ ইফতেখার, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মুহিবুল্লাহ প্রমুখ ।
বক্তারা লগি বৈঠা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।