ঢাকাWednesday , 6 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে বিএনপির বিজয় র‍্যালি: তারেক রহমানের ডাকেই আসছে নতুন বাংলাদেশ — মীর হেলাল

Link Copied!

হাটহাজারী (চট্টগ্রাম): ছাত্রজনতার অভ্যুত্থানের বার্ষিকী স্মরণে হাটহাজারীতে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে হাটহাজারী সদর বাসস্টেশন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, “তারেক রহমান এমন এক ভিশনারি নেতা, যিনি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে একদিকে গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনের মহাপরিকল্পনা এঁকেছেন। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেব।”

তিনি আরও বলেন, “সমগ্র দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধু জুলাই মাসেই কয়েক শত নেতাকর্মী শহীদ হয়েছেন। মাত্র কয়েকজনের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়নি। আজ একটি গোষ্ঠী বাংলাদেশের গণমানুষের এই আন্দোলন ছিনিয়ে নিতে চায়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান শরিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তারেক রহমানের ওপর বাংলাদেশের মানুষের প্রবল আস্থা রয়েছে।”

তিনি আগামী নির্বাচনে দল‑মত‑ধর্ম‑বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:আলহাজ্ব জাকের হোসেন, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, আইয়ুব খান, আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, মোহাম্মদ শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ, সাখাওয়াত হোসেন শিমুল, আকবর আলী, মনিরুল আলম জনি, কাজী সাইফুল ইসলাম টুটুল, নাসির উদ্দিন, তকিবুল হাসান চৌধুরী তকি, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, লায়লা বেগম, আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান, নুরুল কবির, জিএম সাইফুল আলম, হাসান মাস্টার, সালাউদ্দীন আলী, রহমত উল্লাহ চৌধুরী, আজম মাস্টার, ডা. আবুল খায়ের, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, নুর খান, শহীদুল ইসলাম, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম চৌধুরী রকি, মোহাম্মদ শাহেদ খান, মোহাম্মদ ইমরান চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, ইলিয়াস মেহেদী, আরেফিন সাইফুল, নাসির মেম্বার, মোহাম্মদ আজমসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল বিজয় শোভাযাত্রা বের করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বাসস্টেশন থেকে কলেজ রোড, আদালত রোড, বাজারঘাটা, থানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্টেশন চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।