হাটহাজারী উপজেলাধীন বিভিন্ন কলেজের সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে কানেক্টিং পিপলস এর আয়োজনে আর্মি, নেভি, এয়ার ফোর্স, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ভর্তি প্রস্তুতি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম পিএসসি (অব:)। তিনি সামরিক বাহিনী সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয়, প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দৃঢ় হতে হবে। সামরিক বাহিনীর জীবন চ্যালেঞ্জিং হলেও এটি একটি সম্মানজনক পেশা, যেখানে দেশসেবার মহান সুযোগ রয়েছে।" এছাড়াও অন্যান্য সামরিক বাহিনীর অধীনস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভাল ক্যারিয়ার গড়ার সুযোগ লাভ করবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যাপক অলি আহাদ চৌধুরী, মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আব্বাস উদ্দিন, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শেখ আহমদ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ মোস্তাফা আলম মাসুম, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আবু রাহেল মো: ফয়সাল, কৃষি ব্যাংকের এসও জীবন বড়ুয়া, সাংবাদিক জিয়া চৌধুরী ও নুরুল্লাহ সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোপন হামিদ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জল নাথ, এম ওসমান গনি, নুর উদ্দিন, জুলফিকার প্রমুখ।