চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
রাসেল আহমেদ বলেন, "যারা এ দেশের ছাত্র-জনতার ওপর নির্যাতন, খুন এবং গুম করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছি।"
এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে জামালখানে স্বৈরাচারপন্থী ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বিক্ষোভে শিক্ষার্থীরা 'আমার ভাই কবরে, খুনি কেন ভারতে', 'খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান'সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, "জুলাই অভ্যুত্থানে যারা আমাদের ওপর গুলি চালিয়েছে এবং আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত এই অপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।"