ঢাকাMonday , 30 September 2024
আজকের সর্বশেষ খবর

জয় ও পুতুলের ব্যাংক হিসাব স্থগিত

Link Copied!

আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউ নির্দেশনায় জানায়, সজীব ও সায়মার ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। এই সময়ে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজন অনুযায়ী এই স্থগিতাদেশের সময়সীমা আরও বাড়তে পারে।

এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সজীব ও পুতুলের হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ছেলে এবং বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। তার বোন সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ এবং ২০২৩ সালের ১ নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।