ঢাকাThursday , 7 August 2025
আজকের সর্বশেষ খবর

সাগরে ইলিশ মিলছে, তবে বেশি ছোট সাইজের

Link Copied!

সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে মুখে হাসি ফিরেছে জেলেদের। তবে এ বছর সাগরে ধরা পড়ছে বেশি ছোট সাইজের ইলিশ, বড় ইলিশ তুলনামূলকভাবে কম।

১১ জুন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই ইলিশ ধরার জন্য সাগরে নামেন জেলেরা। শুরুতে তেমন সাড়া না মিললেও সাম্প্রতিক সময়ে মাছের পরিমাণ বেড়েছে বলে জানালেন স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুরে গিয়ে দেখা যায়, ট্রলারভর্তি ইলিশ আড়তে এনে স্তূপ করে রাখা হচ্ছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে পুরো বন্দরে।

মৎস্যজীবী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ১৮ জন জেলে চার দিন আগে আলীপুর থেকে সাগরে যান। তারা ৬০ মণ মাছ নিয়ে ফিরেছেন। জাহাঙ্গীর বলেন, “এই চার দিনে প্রায় আট হাজার ইলিশ ধরেছি। সবগুলোই ছোট আকারের। মাছগুলো বিক্রি হয়েছে প্রায় ৩৫ লাখ টাকায়।”

আড়তদার মিজানুর রহমান বলেন, “কেউ কেউ মাছ পাচ্ছেন, আবার অনেকেই খালি হাতে ফিরছেন। তবে জাহাঙ্গীর মাঝির মতো জেলেরা যদি নিয়মিত এভাবে মাছ পেতেন, তাহলে তাদের কষ্ট অনেকটাই কমে যেত।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাম্প্রতিক সময়ে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত হলে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে বৈরী আবহাওয়ায় জেলেদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলেই সমুদ্রে বেশি দিন থাকতে না পেরে উপকূলে ফিরে আসছেন। তবু এখন পর্যন্ত ধরা পড়া ইলিশের পরিমাণে খুশি ট্রলার মালিক, আড়তদার ও জেলেরা।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।