চট্টগ্রামের হাটহাজারীতে পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা, গুণীজন সংবর্ধনা ও রাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) উপজেলার কনক কনভেনশন হলে সমিতির সভাপতি ডা. মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব। উদ্বোধক ছিলেন ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন আলিফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ডা. অধীর কুমার বৈদ্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. সমীর কান্তি চৌধুরী, ডা. মো. আব্দুর রহিম, ডা. শিশির রঞ্জন শীল, ডা. আজিমুল হাসান, সহ-সভাপতি ডা. শিমুল কুমার রুদ্র ও ডা. কাজল বরণ সেন, সহ-সাধারণ সম্পাদক ডা. উজ্জ্বল চৌধুরী, অর্থ সম্পাদক ডা. সন্তোষ কুমার শীল, দপ্তর সম্পাদক ডা. বোরহান উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা. আজম খান, ডা. স্বপন কুমার দে, ডা. মো. মাসুদ, ডা. বাসুদেব ধর, ডা. জগদীশ চক্রবর্তীসহ সমিতির বিপুলসংখ্যক সাধারণ সদস্য। অনুষ্ঠান শেষে রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী ৫০ জনকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।