হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উত্তর মোহাম্মদপুর এলাকায় বজ্রপাতে বাবুল মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা এবং জীবিকার সন্ধানে হাটহাজারীতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ফলে তার শরীর পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বাবুল মিয়া স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।
মৃত্যুর পর হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। বাবুল মিয়ার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।