দক্ষিন হাটহাজারীর শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ ক্যাডার মোঃ নুর হোসেন ওরফে চাপাতি হাসান (৩৭) কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
শনিবার (০৫ এপ্রিল ২০২৫) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার এসআই রুপন নাথ, এএসআই সজীব, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল অনিমেষ এর নেতৃত্বে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে চাপাতি হাসানকে গ্রেফতার করা হয়। সে চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ইসলাম বাবুর্চির বাড়ির নুর মোহাম্মদের পুত্র। সে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
চাপাতি হাসান দীর্ঘদিন ধরে দক্ষিন হাটহাজারীতে অপরাধ জগতের এক ভয়ঙ্কর মুখ হিসেবে পরিচিত। সে আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ব্যাপক ত্রাস তৈরী করেছিল। সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্র ও মাদকসহ একাধিক গুরুতর অভিযোগে ১৩টিরও বেশি মামলা রয়েছে।
স্থানীয় জনগণ তাকে নিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিল। চাপাতি হাসানকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।