হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ নভেম্বর মঙ্গলবার ত্রিবেণী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার দীর্ঘ সময় ধরে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়, যা ছিল হাটহাজারীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্যালট-ভিত্তিক গণতান্ত্রিক নির্বাচন।
এ নির্বাচনে দৈনিক ইনকিলাব পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো. আসলাম পারভেজ সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার মো. বোরহান উদ্দিন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সকালের সময়ের সুমন পল্লব নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক নেতা ও ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক জিয়া চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সভাপতি মো. শফিউল আলম এবং প্রদীপ শীল।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর এম এ শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহামদ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকরা।
নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তখবর পত্রিকার প্রতিবেদক জাহেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলী অবজারভারের উজ্জ্বল নাথ, সহ সাধারণ সম্পাদক দৈনিক শাহ আমানতের জাহিদুল আলম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী'র মো. আবু নোমান, অর্থ সম্পাদক দৈনিক সময়ের নিউজ'র মো. আবুল মনছুর, প্রচার সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা'র মো. ওসমান গনি, দপ্তর সম্পাদক দৈনিক সময়ের কাগজের এইচ এম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ইনফো বাংলার রিমন মুহুরী, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আমার সংবাদের সাহাবুদ্দীন সাইফ। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, প্রবাসী সদস্য হিসেবে মোহাম্মদ জামশেদ, মো. আরফাতুল ইসলাম, মো. জাসেদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ ইরফানুল ইসলাম।
এ নির্বাচনে আমন্ত্রিত অতিথিরা মন্তব্য করতে গিয়ে বলেন, হাটহাজারীতে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে এবং গোপন ব্যালটের মাধ্যমে একটি সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের নির্বাচন সাংবাদিকদের মধ্যে বিভেদ ও বৈষম্য দূর করতে সহায়ক হবে এবং সাংবাদিকরা আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সক্ষম হবে, যা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের পরিবেশ ছিল আনন্দমুখর এবং এটি একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে সাংবাদিকতার উন্নতির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
www.ctgmirror.com is a popular Bengali news portal that focuses on delivering real-time updates across various sectors. Known for its fearless investigative journalism, it covers breaking news, entertainment, lifestyle, politics, economics, technology, health, and sports.
Copyright © 2025 CTG MIRROR. All rights reserved.