ঢাকাTuesday , 12 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দোকানিকে জরিমানা

Link Copied!

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ এবং পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকায় দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

অভিযানে দুইটি মামলায় মোট দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়। এসময় আনুমানিক ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মক্কা স্টোরের মালিক মো. ফরিদুল আলম (৬৮), তাকে ২ হাজার টাকা জরিমানা এবং আজমল জেনারেল স্টোরের মালিক মো. আজমল (৩৯), তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়।

এ সময় বাজারের ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।