ঢাকাSunday , 28 December 2025
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন

ডেস্ক রিপোর্ট
December 28, 2025 2:51 pm
Link Copied!

হাটহাজারী সংবাদদাতা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এদিন চট্টগ্রাম বিভাগে তিনিই প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী মাঠের অস্থিতিশীলতা অনেকটাই কাটতে শুরু করেছে। যেদিন তিনি দেশে পা রেখেছেন, সেদিন থেকেই অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি চট্টগ্রাম-৫ আসনের স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা নির্বাচনী ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং বিএনপি নেতা নেসার উদ্দিন বুলু।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।