ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারীর পূর্ব শিকারপুরে অবস্থিত আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতা এবং নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করা হয়। রবিবার (২রা ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকীর কন্যা আলহাজ্ব বদিউরনেছা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ জসিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম এবং সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ।
সিনিয়র সহকারী শিক্ষক রত্না রাণী চক্রবর্তীর সঞ্চালনায় ও সহকারী শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় দুই দিনব্যাপী আয়োজনে ৪টি হাউসে ৪০টি এথলেটিক্স ইভেন্ট এবং ৫টি হাউসে ২০০টির বেশি পিঠার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব প্রতিযোগিতায় শামসুন নাহার হাউস চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হাউস রানার্সআপ হয়ে গোল্ড কাপ অর্জন করে।
এছাড়া, অনুষ্ঠান সফল করতে সার্বিক সহায়তা করেন মোহাম্মদ ইদ্রিস, হারুন অর রশিদ, শাহীন আকতার, মোহাম্মদ করিম, মোহাম্মদ জাহেদ ও সাহেদা আকতার।
সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে।
www.ctgmirror.com is a popular Bengali news portal that focuses on delivering real-time updates across various sectors. Known for its fearless investigative journalism, it covers breaking news, entertainment, lifestyle, politics, economics, technology, health, and sports.
Copyright © 2025 CTG MIRROR. All rights reserved.