ঢাকাTuesday , 30 September 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে আরএসসি প্রপার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট
September 30, 2025 6:28 pm
Link Copied!

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর.এস.সি প্রপার্টি জমি ও বিল্ডিং ক্রয়-বিক্রয় কমিশন এজেন্সি। জমি ও ফ্ল্যাট কেনাবেচায় নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যেই এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হলো।

শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএসসি চেয়ারম্যান মো. রফিক। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ শুক্কুর মেম্বার।ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রাশেদ ও তাজউদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী নুরু, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সদস্য মো. মহিউদ্দিন, আবু তাহের ছিদ্দিক, মো. রাজু, কাউছার জাহেদ, মো. তৈয়ব প্রমুখ।

বক্তারা বলেন, হাটহাজারী ও আশপাশের এলাকায় জমি, ফ্ল্যাট, বিল্ডিং ও বাণিজ্যিক স্থাপনা ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আরএসসি প্রপার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সঠিক দিকনির্দেশনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা এই প্রতিষ্ঠান থেকে আস্থা অর্জন করবেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।