ঢাকাFriday , 3 October 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে ফ্রি খৎনা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

হাটহাজারী সমাচার এর উদ্যোগে তৃতীয় দফায় ফ্রি খৎনা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হাটহাজারী সমাচার সম্পাদক ও সাংবাদিক কে. এম. ইউসুফের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে গরিব ও অসহায় পরিবারের ৪০ জন শিশুকে বিনামূল্যে কসমেটিক ডিভাইসের মাধ্যমে খৎনা করা হয়। এছাড়া শতাধিক কন্যাশিশুকে নাক-কান ফোঁড়ানো সেবা দেওয়া হয়। প্রায় একশো নারী-পুরুষ রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ গ্রহণ করেন।

শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চিকিৎসা তত্ত্বাবধানে খৎনা কার্যক্রম পরিচালনা করেন অভিজ্ঞ চিকিৎসক আলহাজ্ব লায়ন ডা. হাফিজুর রহমান। চিকিৎসা সহায়তায় ছিলেন ডা. ছামিউর রহমান, ডা. ইকবাল হোসেন ইমন, ডা. মুহিবুর রহমান ও ডা. মুহিব্বুল্লাহ চৌধুরী।

ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এস. এম. শওকত, আইএবি হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা মতিউল্লাহ নূরী, হাটহাজারী প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা ওজাইর হামিদী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকের হোসেন, যুগ্ম আহ্বায়ক এম. এ. শুক্কুর ও এডভোকেট মোহাম্মদ রিয়াদ, জেলা শ্রমিক দল নেতা মুহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, মোহাম্মদ সায়মুন, মো. জাহেদুল, মো. রহিম, লিটন প্রমুখ।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের পরিচালক হানিফ বাদশাহ ও আব্দুল হাই মানিক, হাটহাজারী সমাচার পরিবারের সদস্য মোহাম্মদ আরমান, ফয়জুল্লাহ, আরফানুল হক ও একরাম। মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স সংগঠনের জোবায়ের, ওসমান গণি, জাবেদ, রাসেল, আতিক উল্লাহ ও শাকিল স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।