হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাথপাড়া সার্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন সুজিত কুমার নাথের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পপি রানী নাথ স্থানীয় বাসিন্দা সুজিত কুমার নাথের স্ত্রী। বাড়ির খোলা বিদ্যুতের তারে স্পর্শ করার পর তিনি গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ওসি মন্জুর কাদের ভুইঁয়া জানান, “প্রাথমিকভাবে জানা গেছে বিদ্যুতের তার স্পর্শ করার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
------------------------------------
এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।