ঢাকাWednesday , 25 September 2024
আজকের সর্বশেষ খবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন

ডেস্ক রিপোর্ট
September 25, 2024 4:59 pm
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশের কাজ চলছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক তপন কুমার। তিনি জানান, এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করা হবে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এইচএসসির ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে অক্টোবরে প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা করা হচ্ছে।

এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন, যা ১৬ জুলাই পর্যন্ত চলতে থাকে। তবে কোটা আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা পরবর্তী সময়ে বাতিল করা হয়।

বিভিন্ন থানায় হামলার কারণে কিছু প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়, শেষে ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। একদল শিক্ষার্থী এসব স্থগিত পরীক্ষার বাতিলের দাবিতে আন্দোলনও করেন এবং ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ করেন, যা পরবর্তীতে সফল হয়।

চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ওপর সাবজেক্ট ম্যাপিং করা হবে।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।