ঢাকাMonday , 30 September 2024
আজকের সর্বশেষ খবর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন

ডেস্ক রিপোর্ট
September 30, 2024 10:55 pm
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রামের গণমানুষের নেতা এবং সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ১৩ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মীর নাছিরকে সিঙ্গাপুরের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালের বাইরে অবস্থান করছেন। তার সঙ্গে আছেন পুত্র ব্যারিস্টার মীর হেলাল এবং স্ত্রী লুৎফুন্নেছা নাছির, যারা একসঙ্গে দেশে ফিরবেন।

মীর নাছির উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি গত ১ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিসিইউতে ভর্তি হন, যেখানে তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এর আগে, গত বছরও নিউরো সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলেন।

উল্লেখ্য, মীর মোহাম্মদ নাছির উদ্দিন বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।