ঢাকাThursday , 7 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

Link Copied!

হাটহাজারী রহিমপুর ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার জননেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) হাটহাজারীস্থ রহিমপুর আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম ফজলুল কাদের চৌধুরীর পৌত্রী বিশিষ্ট শিক্ষাবিদ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সেলিমা কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কিউসি গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক শিক্ষানুরাগী মাহমুদ হাসান রুমি, অভিভাবক প্রতিনিধি জসিমুদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল মঞ্জুর ফজলে হাবিব ও সিনিয়র শিক্ষক তসলিম উদ্দিন।

সিনিয়র শিক্ষক রিদোয়ান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইফতিসান, হামদ পরিবেশন করেন আবু নোসাইব মোঃ আকিব ও প্রবন্ধ পাঠ করেন ষষ্ঠ শ্রেনির ছাত্র আলীফা নূসরাত। সভা শেষে ২য় পর্বে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।