হাটহাজারীঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন যে, সাম্প্রতিক বিভিন্ন মামলাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জন্য সংগঠন নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী। সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নেই এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী শাখার সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এমরান সিকদার এক যৌথ বিবৃতিতে বলেন, বিগত সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিভিন্ন নেতা, কর্মী ও সমর্থকদের উপরে যে সকল জুলুম নির্যাতন হয়েছে সেসকল মামলা, হামলা, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মোহতারাম আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর নির্দেশে একটি আইনি সেল গঠন করা হয়েছে। সে অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে মামলা রুজু করা হবে।
বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক ও ইসলাহী সংগঠন। এ দেশের হকপন্থী সর্বোচ্চ পর্যায়ের অধিকাংশ ওলামায়ে কেরাম এ সংগঠনের সাথে সম্পৃক্ত। দ্বীনে ইসলামের উপর কোন আঘাত আসলে এ সংগঠন তার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ করে থাকে। কোথাও কোন বৈষম্য, অন্যায়, অনিয়ম দেখা দিলে সর্বোচ্চ পর্যায় হতে বিবৃতি বিক্ষোভ, প্রতিবাদ সহ বিভিন্ন কর্মসূচি প্রদান করে থাকেন।
বিবৃতিতে আরো বলা হয়, হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ হতে সাংগঠনিক ভাবে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। যাচাই বাছাই করে প্রকৃত দোষীদের নামে মামলা রুজু করার জন্য একটু সময় লাগছে। এ ব্যাপারে কোন ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নেই।
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার প্রচার সম্পাদক মুফতি মাসউদ রহমান চৌধুরী এক সংশোধনী বিবৃতিতে বলেন, গত ২৪/৯/২৪ ইং এবং ৩০/৯/২৪ ইং হাটহাজারীতে যে ২টি মামলা হয়েছে সে মামলাগুলোর সাথে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর কোন সংশ্লিষ্টতা নেই । এর দায়দায়িত্বও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ , হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা কোন ভাবেই গ্রহন করবেনা । আগামীতেও কোন মামলা করতে হলে অবশ্যই আইনি সেলের অনুমতি নিতে হবে।
এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।